ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়া 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২০:১১, ১৫ আগস্ট ২০১৯ | আপডেট: ২০:৫৫, ১৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের নেতৃত্বে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর পরিবারের নিহতের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান, থানা অফিসার ইনর্চাজ সুব্রত কুমার সরকার প্রমূখ।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি